আন্তর্জাতিক

ইরাকে মার্কিন হামলা অব্যাহত

শুক্রবার ইরানের রেভোলিউশনারি গার্ড কর্পসের কাদ্‌স ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলেমানিকে মার্কিন ড্রোন হামলায় খতম করা হয়েছিল। ইরাকি জঙ্গি সংগঠনের উপপ্রধান আবু মেহদি আল মুহান্দিসকেও নিকেশ করা হয়েছিল বলে দাবি করে আমেরিকা। আবু মহদি আল–মুহান্দিস আন্তর্জাতিক ক্ষেত্রে জামাল জাফর ইব্রাহিমি নামে পরিচিত ছিলেন। বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালায় আমেরিকা। বিস্ফোরণে ছাই হয়ে যায় কমান্ডার জেনারেল কাসেম সোলেমানির গাড়ি। আর আজ শনিবার মার্কিন হামলার ফলে এবার ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পুরোপুরি যুদ্ধ বাধার আশঙ্কা করা হচ্ছে। তবে এই দ্বিতীয় হামলারটির বিষয়ে এখনও মুখ খোলেনি মার্কিন প্রশাসন।
এদিন সুলেইমানি ও অন্যান্যদের শেষযাত্রার কয়েক ঘণ্টা আগে দ্বিতীয় হামলাটি চালানো হল। এই হামলায় পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে দাবি ইরাক প্রশাসনের। এখনও পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি। যদিও গতকালই ইরান দাবি করেছিল, আইএসআইএসের বিরুদ্ধে লড়াইয়ে সোলেমানির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তাঁকে হত্যার পিছনে অন্য কোনও চক্রান্তের গন্ধ পাচ্ছে ইরান। বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় সোলেমানি, ইব্রাহিমি–সহ ৬ জনকে নিকেশ করেছিল আমেরিকা।
যদিও গতকাল মার্কিন প্রতিরক্ষা সচিব মার্ক টি এস্পা দাবি করেছিলেন, ইরাক ও পার্শ্ববর্তী দেশগুলিতে থাকা মার্কিন কূটনীতিকদের রক্ষার জন্যই এমন পদক্ষেপ নিতে হয়েছে তাঁদের। সুলেইমানির হত্যার পরই আমেরিকার বিরুদ্ধে বদলা নেওয়ার কথা ঘোষণা করেছিল ইরান। আর তাই হয়তো দ্বিতীয় হামলা করা হল বলে মনে করা হচ্ছে।