ইডেন টেস্টের প্রথম দিন। গোলাপি বলে ফ্লাডলাইটের আলোয় দুই দলের প্রথম খেলা, তার মধ্যে কত আয়োজন। কিন্তু সব আয়োজন ফিঁকে হয়ে গেল বাংলাদেশি ব্যাটসম্যানদের দৃষ্টিকটু ব্যাটিংয়ে। ভারতীয় পেসারদের তোপে প্রথম ইনিংসে টাইগাররা গুটিয়ে গেছে মাত্র ১০৬ রানে। প্রথম দিন শেষে ভারত তুলেছে ৩ উইকেটে ১৭৪ রান। ইতিমধ্যেই তাদের লিড ৬৮ রানের। বিরাট কোহলি ৫৯ আর আজিঙ্কা রাহানে ২৩ রান নিয়ে আজ দ্বিতীয় দিনে মাঠে নামবেন। এর আগে ২৬ রানেই প্রথম উইকেট হারায় ভারত। দীর্ঘ ৫ বছর পর টেস্টে ফেরা আল আমিন হোসেনকে খেলতে গিয়ে গালিতে বদলি ফিল্ডার মেহেদী হাসান মিরাজের ক্যাচ হন মায়াঙ্ক আগারয়াল। ১৪ রান করেন ভারতীয় এই ওপেনার। চা-বিরতির পর সাজঘরে আরেক ব্যাটসম্যান। এবার এবাদত হোসেনের গতিতে পরাস্ত হয়ে উইকেটের সামনে পা ধরে দেন রোহিত।২১ রানেই থেমেছে তার ইনিংসটি। ৪৩ রানে ২ উইকেট হারানো ভারত এরপর ঘুরে দাঁড়ায় কোহলি-পূজারার জুটিতে। এই উইকেটে তারা যোগ করেন ৯৪ রান। শেষ পর্যন্ত এই জুটিটিও ভাঙেন এবাদতই। হাফসেঞ্চুরিয়ান (৫৫) পূজারাকে দ্বিতীয় স্লিপে সাদমান ইসলামের ক্যাচ বানান তিনি। এর আগে টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ দল। সিদ্ধান্ত নিয়ে অধিনায়ক মুমিনুল বলে যান, এটা আমাদরে সাহসী সিদ্ধান্ত। কিন্তু সেই সাহস ব্যাটে দেখাতে পারেনি লাল-সবুজের দল। ভারতীয় পেসারদের গোলাপি বলের বিষে নীল হয়ে ৩০.৩ ওভারে অলআউট হয়। সেই নীল হওয়ার শুরুটা হয় ৩৮ রানে ৫ উইকেট হরিয়ে।এর মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটসম্যান মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন এবং মুশফিকুর রহিম ডাক মেরে ফেরেন। ওপেনার সাদমান ইসলাম দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন।
