ইডেন গার্ডেনসে গোলাপি বলে প্রথমবারের মতো দিন-রাতের টেস্ট খেলতে নামবে ভারত ও বাংলাদেশ। ম্যাচটি আবার উপমহাদেশের মাটিতে প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ। ঐতিহাসিক এই টেস্টকে সামনে রেখে দুদেশের খেলোয়াড়, সেলিব্রেটি ও রাজনৈতিক ব্যক্তিদের আমন্ত্রণ করা হয়েছে। প্রথম দিন উপস্থিত হওয়ার কথা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এছাড়া ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টের দল ও ভারতের দল থাকতে পারে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, প্রথম চারদিনের টিকিট ইতিমধ্যে শেষ হয়ে গেছে। টেস্ট ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের এই আগ্রহ দেখে দারুণ আনন্দ হচ্ছে।’ জানা যায়, ইন্দোর থেকে বুধবার কলকাতায় এসেছেন ভারত ও বাংলাদেশের ক্রিকেটাররা। ইডেন গার্ডেনসে শুক্রবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে।