লিড নিউজ

ইউজিসি’‌র বেতন কাঠামো অনুযায়ী বাড়ছে অধ্যাপকদের বেতনক্রম

২০২০ সালের জানুয়ারি মাস থেকেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সংশোধিত বেতন কাঠামো কার্যকর হবে রাজ্যে। সপ্তম পে কমিশন অনুযায়ী বেতন পাবেন সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। মঙ্গলবার অধ্যাপক, উপাচার্যদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরে রাজ্য সরকার আয়োজিত উচ্চশিক্ষা বিভাগের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
এমনকী আগের বছরগুলোর জন্য ৩ শতাংশ ইনক্রিমেন্ট পাবেন তাঁরা। ২০১৬–২০১৯ সালের এরিয়ারের বদলে ৩ শতাংশ ইনক্রিমেন্ট ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বলেন, ‘‌২০১৬–১৭, ২০১৭–১৮, ২০১৮–১৯, ২০১৯–২০ এই চার বছরের জন্য ৩ শতাংশ ইনক্রিমেন্ট দেওয়া হবে। অনেক কষ্ট করেই টাকাটা জোগাড় করতে হয়েছে।’‌ শুধু পূর্ণ সময়ের অধ্যাপকদেরই নয়, অতিথি অধ্যাপক, আংশিক সময়ের অধ্যাপক, চুক্তিভিত্তিক অধ্যাপক এবং রাজ্যের অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের কথাও ভেবেছে রাজ্য সরকার। তাঁদেরও বেতন অতিরিক্ত ৫০০০ টাকা করে বাড়ানো হচ্ছে। তবে অবসরের পর পেনশন না থাকায়, তাঁদের যে তিন লক্ষ টাকা দেওয়ার কথা ছিল তা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করল রাজ্য সরকার। এই নতুন বেতনক্রমের জন্য রাজ্যকে অতিরিক্ত ১০০০ কোটি টাকার ব্যয়ভার নিতে হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‌আমরা গরীবের সরকার, এই বছরও ৫০ হাজার কোটি টাকা ঋণশোধ করতে হবে। কাজেই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করছি। একবারেই সব দেওয়া সম্ভব নয়। ভাল করে কাজ করুন, ধৈর্য ধরুন। ধাপে ধাপে উন্নতি করছে বাংলা।’‌ মুখ্যমন্ত্রী স্মরণ করিয়ে দিয়েছেন, রাজ্য এবং কেন্দ্রের বেতনক্রম ভিন্ন। ফলে রাজ্যের কর্মীদের কেন্দ্রের হারে বেতন দাবি করলে তা সবসময় পূরণ করা সম্ভব নয়। কেউ ক্ষুব্ধ হয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদিও ষষ্ঠ পে কমিশনের এরিয়ার না মেলায় ক্ষোভ তৈরি হয়েছে অধ্যাপকদের একাংশের মধ্যে।