মধ্যপ্রদেশে আস্থাভোটের জন্য অপেক্ষা করতে হবে বিজেপিকে। ১২ ঘণ্টার মধ্যে বিধানসভায় আস্থাভোটে অংশ নিতে হবে বলে সুপ্রিম কোর্টে গিয়েছিল বিজেপি। সুপ্রিম কোর্টে আবেদন করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মঙ্গলবার ওই আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় আস্থাভোট নিয়ে শুনানি হবে বুধবার সকাল সাড়ে ১০টায়।
সোমবারই কমলনাথ দাবি করেছিলেন বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবেন তিনি। কিন্তু বিধানসভার অধিবেশন শুরু হওয়ার এক মিনিটের মধ্যেই করোনাভাইরাস ইস্যুতে তা আগামী ২৬ তারিখ পর্যন্ত মুলতুবি করে দেন রাজ্যপাল। তারপরই প্রথমে রাজভবনে গিয়ে হলফনামা দিয়ে আস্থাভোটের দাবি তোলে বিজেপি। তারপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তারা।
আজ হাজির হননি কংগ্রেসের আইনজীবী। বিচারপতি ডি ওয়াই চন্দ্রডূড় বলেন, আস্থাভোট নেওয়া উচিত। তবে বিপক্ষকেও নোটিস দিতে হবে আদালতকে। বিজেপি’র আস্থাভোটের দাবি নিয়ে করা আর্জির পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই রাজ্য বিধানসভার স্পিকার, প্রিন্সিপ্যাল সেক্রেটারি, মুখ্যমন্ত্রী কমলনাথ এবং রাজ্যপাল লালজি ট্যান্ডনকে নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট। আর স্পিকারকে দিয়ে আস্থাভোট করানো অর্থহীন এবং ভিত্তিহীন বলেও কমলনাথের সমালোচনা করেছেন রাজ্যপাল।
