ব্রেকিং নিউজ রাজ্য

আসছে বাংলাদেশের ইলিশ

দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে পাঠানো ৫০০ টন ইলিশের প্রথম চালানের ২৪ টন ইলিশ আসছে আজ রোববার। দুপুরে বেনাপোল বন্দর হয়ে কলকাতায় বাংলাদেশের ইলিশ পাঠানো হবে। শনিবার ২৪ টন ইলিশের প্রথম চালান পাঠানোর কথা ছিল। তবে তা পিছিয়ে রোববার পাঠানো হচ্ছে বলে বাংলাদেশের গণমাধ্যম সূত্রে জানা গেছে। দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে ভারতে ৫০০ টন ইলিশ পাঠানোর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। গত বুধবার এ অনুমোদন দেয় দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। জানা যায়, এই ইলিশ মাছ কয়েক ধাপে আগামী ১০ অক্টোবরের মধ্যে পৌঁছাবে পশ্চিমবঙ্গে। বাংলাদেশ সরকারের বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন সে দেশের সাংবাদিকদের বলেন, দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে ভারতে ৫০০ টন ইলিশ পাঠানো হচ্ছে। তবে এটি রফতানির কোনো বিষয় নয়। দুর্গাপূজা উপলক্ষে শুধু একবারই পাঠানো হবে। বাংলাদেশের ব্যবসায়ীরা কলকাতায় ইলিশ নিয়ে যাবেন। পরে সেখানকার বাজারে তা বিক্রি করবেন। মূলত কলকাতার বাজারেই এ ইলিশ বিক্রি হবে।