মৃত আইএস নেতা আল বাগদাদির বোনকে বন্দি করল তুরস্ক। সিরিয়ায় আজাজ শহরে তুর্কি সেনার হাতে ধরা পড়ল আবু বকর আল বাগদাদির বোন রাসমিয়া আওয়াদ। তার স্বামী ও জামাইকে আটক করা হয়েছে। তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। পরিবার–সহ শহর ছেড়ে যাওয়ার সময় তাকে ধরে ফেলে সেনা। তাকে যখন আটক করা হয়, তখন তার পাঁচ সন্তান তার সঙ্গে ছিল বলে জানা গিয়েছে।
সংবাদসংস্থার খবর অনুযায়ী, জেরা করা হচ্ছে আওয়াদের স্বামী ও পুত্রবধূকে। তুর্কি–সিরিয়া সীমান্ত ধরা পড়ে রাসমিয়া আওয়াদ। তুর্কির এক সেনা অফিসার জানান, আইএসআইএসের অভ্যন্তরে কীভাবে কাজ চলে, তা বাগদাদির বোনকে জিজ্ঞাসাবাদ করেই বিশদে জানার চেষ্টা করা হচ্ছে। অক্টোবর মাসে সিরিয়ার ইদলিবে নিকেশ করা হয় আইএস প্রধান আবু বকর আল বাগদাদিকে।
গত বৃহস্পতিবার একটি ভিডিও টেপ প্রকাশ করে বাগদাদির মৃত্যুর খবর স্বীকার করে আইএস। আর বদলা নেওয়ার হুমকিও দিয়েছে ওই জঙ্গি সংগঠন। ২৭ অক্টোবর, ২০১৯। ভারতীয় সময় সন্ধ্যা ৭টা। হোয়াইট হাউসের ডিপ্লোম্যাটিক রুমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, বিন লাদেন পরবর্তী সময়ে যিনি হয়ে উঠেছিলেন সন্ত্রাসের বিশ্বজোড়া মুখ, সেই আইএসআইএস প্রধান আবু বকর আল বাগদাদি নিকেশ হয়েছে মার্কিন নৈশ অপারেশনে।