বিনোদন

আলিয়ার ‘গাংগুবাই’ লুক প্রকাশ

আলিয়া ভাটের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে মঙ্গলবার ঘোষণা দেয়া হয়েছিল যে বুধবার ‘গাংগুবাই কাঠিয়াবাড়ি’ চরিত্রে আলিয়ার ফার্স্ট লুক প্রকাশ করা হবে। এরপর ভক্তদের জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। অবশেষে ঘটেছে প্রতীক্ষার অবসান। ইনস্টাগ্রামে প্রকাশ পাওয়া আলিয়ার ছবি দুটোর একটাতে কিশোরী আলিয়াকে দেখা গেছে। আরেকটাতে পতিতালয়ের সর্দারনী আলিয়াকে দেখা গেল। দুটো ছবিই আলিয়া নিজে প্রকাশ করেছেন। আলিয়া ছবি দুটোর ক্যাপশনে লিখেছেন, ‘ইনিই গাঙ্গুবাই গাংগুবাই কাঠিয়াবাড়ি।’

‘গাংগুবাই কাঠিয়াবাড়ি’র গল্প মূলত সাংবাদিক এস হুসেন জাইদির লেখা ‘মাফিয়া কুইনস অফ মুম্বাই’র উপর ভিত্তি করেই তৈরি হচ্ছে। মুম্বাইয়ের কামতাপুরি অঞ্চলের এক যৌনপল্লীর প্রভাবশালী কর্ত্রীর চরিত্রে আলিয়া অভিনয় করছেন। এর আগে এরকম চরিত্রে দেখা যায়নি আলিয়াকে। ভিন্ন ধরণের এই লুক দেখে ভক্তদের প্রত্যাশা যেন আরও বেড়ে গেছে। শুভেচ্ছা বার্তায় ভরে গেছে কমেন্ট বক্স। ছবি মুক্তির তারিখও পোস্টারে ঘোষণা করা হয়েছে। সঞ্জয় লীলা বানসালির বহু প্রতীক্ষিত এই সিনেমা এবছরের ১১ সেপ্টেম্বর মুক্তি পাবে।