খেলাধুলা

আর্সেনাল কোচ উনাই এমেরি বরখাস্ত হলেন

ব্যর্থতার দায়ে বরখাস্ত হলেন আর্সেনালের কোচ উনাই এমেরি। টানা সাত ম্যাচ জয়হীন থাকা ক্লাবটিতে দুই বছরেরও কম সময় দায়িত্ব পালন শেষে আজ তাকে অব্যাহতি দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। ১৯৯২ সালের পর ক্লাবের ইতিহাসে এমন ব্যর্থতা এই প্রথম। সর্বশেষ উয়েফা ইউরোপা লিগে পুঁচকে ফ্রাঙ্কফুর্টের কাছে ২-১ গোলে হারার পরপরই এমন সিদ্ধান্ত নিল প্রিমিয়ার লিগের ক্লাবটি।উনাই এমেরির জায়গায় অন্তর্বর্তী সময়ের জন্য দায়িত্ব পালন করবেন আর্সেনালের সাবেক মিডফিল্ডার ফ্রেডি ইয়ুনবারি।এর আগে ২০১৮ সালে আর্সেন ওয়েঙ্গারকে বিদায় দিয়ে এমেরিকে কোচের দায়িত্বে বসায় আর্সেনাল। প্রিমিয়ার লিগের আগে তিনি ছিলেন পিএসজির কোচ। সেখানে ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত কাজ করেন।