কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন, অর্থনীতি একেবারে সঠিক জায়গায় রয়েছে। আগামীদিনে আরও ভাল জায়গায় পৌঁছবে। কিন্তু মঙ্গলবার ঠিক বিপরীত কথা শোনালো ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের (আইএমএফ) ইকনমিক কাউন্সেলর তথা গবেষণা বিভাগের অধিকর্তা গীতা গোপীনাথ এবার ভারতের অর্থনৈতিক মন্দার জন্য দায়ী করলেন পরিচালন ব্যবস্থার গাফিলতিকে। সোমবার সকালে গীতা দিল্লিতে দেখা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে। তাঁর উদ্বেগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদীকে।
এই সংস্থার দাবি, দেশের ধুঁকতে থাকা অর্থনীতিকে বাঁচাতে হলে এখনই পদক্ষেপ করতে হবে ভারতকে। বিশ্ব অর্থনীতির অন্যতম ইঞ্জিন ভারতকে আর্থিক মন্দা থেকে বেরিয়ে আসতে হবে বলে মতপ্রকাশ করল আইএমএফ। ফলে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কী প্রধানমন্ত্রী অর্থনীতি নিয়ে অসত্য কথা বলেছেন? গীতা বলেন, ‘আমার মনে হচ্ছে, এই অর্থনৈতিক মন্দার জন্য পরিচালনগত গাফিলতি, অনিশ্চয়তা একটা বড় ভূমিকা নিয়েছে। কেন্দ্রীয় সরকারকে এবার এই পরিচালনগত অনিশ্চয়তার বিষয়টি নিয়েও ভাবতে হবে।’
ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের বার্ষিক রিভিউতে দাবি করা হয়েছে, একদিকে কমেছে ক্রয় ক্ষমতা এবং বিনিয়োগ, পাল্লা দিয়ে কমেছে কর সংগ্রহ। ফলে বিশ্বের সবচেয়ে দ্রুত বাড়তে থাকা অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। লক্ষ মানুষকে দারিদ্র্য থেকে বের করে এনে ভারত এখন উদ্বেগজনক আর্থিক মন্দার মধ্যে পড়েছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে এখনই পদক্ষেপ করতে হবে বলে মনে করেন আইএমএফ–এর এশিয়া–প্যাসিফিক দপ্তরের আধিকারিক রানিল সালগাডো। প্রধানমন্ত্রীর সচিবালয় সূত্রে খবর, কীভাবে দ্রুত সেই মন্দার গ্রাস থেকে দেশ বেরিয়ে আসতে পারে বৈঠকে প্রধানমন্ত্রীকে সে কথাও জানিয়েছেন গীতা।