লিড নিউজ

আর্থিক বৃদ্ধির হার সর্বনিম্নে পৌঁছল

দেশের অর্থনীতির হাল তলানিতে পৌঁছেছে। তাই চাঙ্গা করতে একের পর এক দাওয়াইয়ের কথা ঘোষণা করেছেন দেশের অর্থ মন্ত্রকের নীতি নির্ধারকরা। এতে চাপ বেড়েছে রাজ কোষাগারে। কমেছে সরকারের আয়। ফলে নিম্নমুখী আর্থিক বৃদ্ধি। ২০১৯–২০ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার নেমে দাঁড়াল ৪.৫ শতাংশে। যা ৬ বছরে সর্বনিম্ন। প্রথম ত্রৈমাসিকে এই হার ছিল ৫ শতাংশ।
অথচ দেশের সার্বিক বৃদ্ধিতে যে ব্যাঘাত ঘটেছে তা মেনে নিলেও নির্মলা মানতে রাজি নন মন্দা পরিস্থিতি তৈরি হয়েছে। যুক্তি সাজাতে ইউপিএ জমানার পরিসংখ্যান তুলে খণ্ডন করছেন। অর্থনীতির ঝিমুনি রুখতে যখন সংসদে নির্মলা একাই ল‌ড়ে যাচ্ছেন, তখন তাঁর পেছনে বসে সতীর্থরা ঝিমোচ্ছেন। কাকতালীয়ভাবে অর্থনীতি এবং বিজেপি সাংসদের ‘ঝিমুনির’ সাদৃশ্য খুঁজে পান নেটিজেনরা। ওই দৃশ্যকে ঘিরে দু’দিন ধরে ব্যাপক ট্রোলড হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৮–’১৯ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার ছিল ৬.৮ শতাংশ। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ, শেষ ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার ৫.৮ শতাংশে গিয়ে ঠেকেছিল। ২০১৯–’‌২০ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার ৫ শতাংশে দাঁড়িয়েছিল। দ্বিতীয় ত্রৈমাসিকে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরে তার চেয়েও কমল আর্থিক বৃদ্ধির হার। এর আগে, ২০১৩ সালে শেষ ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার গিয়ে ঠেকেছিল ৪.৩ শতাংশে। তারপর এই প্রথম আর্থিক বৃদ্ধির হার এত নামল। চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার (জিডিপি) এসে ঠেকল ৪.‌৫ শতাংশে, গত ৬ বছরে যা সর্বনিম্ন।