বাংলাদেশে আমাজনের অগ্নিকাণ্ড বন্ধ ও সুন্দরবন রক্ষাসহ আট দফা দাবিতে নাগরিক সমাবেশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সুন্দরবন রক্ষা জাতীয় কমিটিসহ ১৬টি পরিবেশবাদী সংগঠন। শুক্রবার সকালে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘আমাজন থেকে সুন্দরবন, পরিবেশ রক্ষায় সোচ্চার হোন’ শীর্ষক এ নাগরিক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ থেকে বিশ্বের জলবায়ু রক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানানো হয়।
বাপার সাবেক সাধারণ সম্পাদক মহিদুল হক খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- সিপিবি সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, অধ্যাপক ডা. এম আবু সাঈদ, মিহির বিশ্বাস প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আমাজন কী প্রাকৃতিক কারণে পুড়ছে নাকি মানবসৃষ্ট কারণে পুড়ছে খতিয়ে দেখতে হবে। অর্থনৈতিক কারণে আমাজনে আগুন লাগানো হয়েছে। আজ বিশ্বের বড় বড় কোম্পানিগুলোর লোলুপ দৃষ্টি আমাজনের প্রাকৃতিক সম্পদের ওপর পড়েছে। নিজেদের স্বার্থের কারণে তারা আজ আমাজনকে ধ্বংস করছে। একইভাবে রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হলে আমাজনের মতো সুন্দরবনও ধ্বংস হয়ে যাবে। এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। মানুষসহ বিশ্বের সব প্রাণীর অস্তিত্ব টিকিয়ে রাখতে আমাজন, সুন্দরবনসহ বিশ্বের অন্যান্য বনভূমি, জলাশয় ইত্যাদি রক্ষায় বিশ্বের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।