বিনোদন

আমাজনকে বাঁচাতে টলিউডের অনুরোধ

‘পৃথিবীর ফুসফুস’ খ্যাত ব্রাজিলের আমাজন বনাঞ্চল ১৫ অগাস্ট থেকে আগুনেপুড়ছে। এ আগুন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ও উদ্বেগ প্রকাশ করেছে। ব্রাজিল সরকারের ওপর আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চাপ সৃষ্টি করছে ইউরোপের দেশগুলো। এবার আমাজনের বন বাঁচাতে আকুল আবেদন জানাল টলিউড।

অভিনেতা প্রসেনজিৎ থেকে দেব, জিৎ সবাই ট্যুইট করেছেন। পৃথিবীকে বাঁচাতে, প্রকৃতিকে রক্ষা করতেতারা সবাইকে অনুরোধ জানিয়েছেন। এছাড়াও সবাইকে তারা বলছেন, “এটি গোটা বিশ্বের সংকট। সবাই পরিস্থিতিটি বোঝার চেষ্টা করুন।” অভিনেতা দেব তার ‘আমাজন অভিযান’ সিনেমার কিছুটাশ্যুটিং করেছিলেন এ জঙ্গলেই। সে বনই পুড়ে নিঃশেষহয়ে যাচ্ছে এখন। প্রতি মিনিটে পুড়ছে ১০ হাজারবর্গমিটার এলাকা। এমন পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থতারজন্য ব্রাজিল সরকার সমালোচনার মুখে পড়েছে। বিশ্বজুড়ে সমালোচনারমুখে গত শুক্রবারই আমাজানে সেনা মোতায়েনের পরিকল্পনার কথা জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনালইন্সটিটিউট ফর স্পেস রিসার্স জানিয়েছে, এবছর এ পর্যন্ত৭২ হাজারেরও বেশি অগ্নিকাণ্ডের শিকার হয়েছে অ্যামাজন। তবে আগের যে কোনও সময়ের চেয়ে এবারের আগুন সবচেয়ে ভয়াবহ।