আন্তর্জাতিক

আমন্ত্রণপত্রে মোদীর বদলে মনমোহন

করতারপুর করিডর নিয়েও ভারত–পাকিস্তান তিক্ততা অব্যাহত। করিডরের উদ্বোধনে পাকিস্তানের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবর্তে প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে আমন্ত্রণ জানানো হবে। যা এককথায় অপমান এবং দুই শীর্ষ নেতার মধ্যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি তৈরি করার কৌশল। সংবাদসংস্থা এএনআই–কে পাক বিদেশমন্ত্রী জানান, ‘‌ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে করতারপুর করিডরের উদ্বোধনী অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানাতে চাই। উনি একজন শিখও। আমরা শিগগিরই আমন্ত্রণপত্র পাঠাব।’‌ পাকিস্তান প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে আমন্ত্রণ করতেই পারে। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রীকে অবশ্যই আমন্ত্রণ করতে হয় প্রটোকল অনুযায়ী।
পাক–পাঞ্জাব সীমান্তে ভারতের ডেরা গুরু নানক থেকে পাকিস্তানের করতারপুর সাহিব গুরুদ্বার পর্যন্ত পুণ্যার্থীদের ভিসা ছাড়া যাতায়াতের জন্য করতারপুর করিডর তৈরি করেছে দুই প্রতিবেশী দেশ। ৯ নভেম্বর এই করিডরের উদ্বোধন হওয়ার কথা। সেখানে এই দ্বিচারিতা নিয়ে ফের পাকিস্তানের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার তাতে আরও জট বাড়ল বলে মনে করা হচ্ছে।
কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের জেরে ক্রমাগত সম্পর্ক শীতল হয়েছে ভারত–পাকিস্তানের। পাকিস্তান যে করতারপুর করিডরের উদ্বোধনে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাবে না সে জল্পনা ছিলই। তবে চমক দিয়ে এবার প্রধানমন্ত্রী মোদীর পরিবর্তে প্রাক্তন প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ প্রটোকল বিরোধী বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।