রাজ্যের বিরোধী দলনেতা এবং কংগ্রেস বিধায়ক আব্দুল মান্নানের কোভিড রিপোর্ট মঙ্গলবার রাতে পজেটিভ আসে। হাই সুগার সহ একাধিক কো মরবিডিটি থাকায় বর্ষীয়ান এই নেতাকে ভর্তি করা হয়েছে এক বেসরকারী হাসপাতালে। পরিবার তার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন তবে চিকিত্সকরা জানিয়েছেন তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। জানা গেছে এর মধ্যে তিনি ছুটি কাটাতে দার্জিলিং গিয়েছিলেন এবং রাজ্যপালের আমন্ত্রণে তার সঙ্গে প্রাতঃরাশেও যোগ দেন।