ব্রেকিং নিউজ

আবার অগ্নিকাণ্ডের কবলে দিল্লি, মৃত ১

দিল্লির অগ্নিকাণ্ডের ঘটনা কিছুতেই থামছে না। দিল্লি যেন জতুগৃহ!‌ ২ জানুয়ারির পর বৃহস্পতিবার ফের দিল্লিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। দিল্লির পটপড়গঞ্জ শিল্পতালুকে একটি ছাপাখানায় আগুন লাগে এদিন ভোরে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩৫টি ইঞ্জিন। এই ঘটনায় ১জন মারা গিয়েছেন বলে খবর। নতুন বছরের শুরুতেই দিল্লিতে এটি দ্বিতীয় অগ্নিকাণ্ডের ঘটনা। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা। প্রশ্নের মুখে দিল্লির অগ্নিনির্বাপণ ব্যবস্থা।
উল্লেখ্য, গত ২ জানুয়ারি দিল্লির পিরাগারহি এলাকার একটি কারখানায় আগুন লাগে। বিস্ফোরণের জেরে ভেঙে পড়ে একটি অংশ। একাধিক দমকলকর্মী–সহ বহু মানুষের আটকে পড়েন। আগুন লাগার ঘটনায় ১৪ জন আহত হন। যাদের মধ্যে ১৩ জন ছিলেন দমকল কর্মী। ২০১৮ সালের ৪ নভেম্বর এই এলাকায় আগুন লাগার ঘটনা ঘটে। একটি চারতলা বাড়ির ছাদে থাকা কারখানায় ভয়াবহ আগুন লেগেছিল। গত ডিসেম্বর মাসে আগুন লাগে কিরারির কাপড়ের গোডাউনে। গুরুতর জখম অবস্থায় ১০ জনকে উদ্ধার করে দমকল কর্মীরা। সেখানে ৯ জনের মৃত্যু হয়েছিল।
দিন কয়েক আগে আগুন লেগেছিল দিল্লির মুণ্ডকা এলাকায়। তার আগে আনাজ মান্ডির আগুন কেড়েছিল ৪৩ জনের প্রাণ। আনাজ মান্ডিতে আগুন লাগা বাড়িতেই ছিল ব্যাগ তৈরির কারখানা। ছোট ছোট ঘরে ছিল আরও নানা জিনিস তৈরির কারখানা।