বাংলাদেশ

আবরার হত্যা : জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে বুয়েটে হত্যার শিকার আবরার ফাহাদের পরিবারকে সান্ত্বনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এ হত্যার বিচার দ্রুত শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। 
আবরারের বাবা বরকতউল্লাহ, মা রোকেয়া খাতুন, ছোট ভাই আবরার ফাইয়াজ সাব্বিরসহ পরিবারের সদস্যরা সোমবার বিকেলে গণভবনে দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় আবরারের মা কান্নায় ভেঙে পড়েন। প্রধানমন্ত্রী তাকে বুকে জড়িয়ে ধরেন এবং তার পাশের চেয়ারে বসিয়ে তাকে সান্ত্বনা দেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আবরারের মা ও বাবা প্রশাসন, পুলিশ ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। উল্লেখ্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রলীগের কতিপয় নেতাকর্মীর রাতভর নির্যাতনে গত ৭ অক্টোবর প্রতিষ্ঠানটির ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ (২১) নিহত হন। এ ঘটনায় তার বাবা ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি পরে ডিবিতে স্থানান্তর করা হয়।