লিড নিউজ

আপেল ব্যবসায়ীকে গুলি করে খুন করল জঙ্গিরা

বেছে বেছে ভিন রাজ্যের মানুষকে কাশ্মীরে নিশানা করছে সন্ত্রাসবাদীরা। আপেল কিনতে জম্মু–কাশ্মীরে এসেছিলেন পাঞ্জাবের এক ফল ব্যবসায়ী। বুধবার রাতে ওই ব্যবসায়ীকে গুলি করে খুন করল জঙ্গিরা। নিহত ব্যক্তির নাম চরণজিৎ সিং। বিগত তিন দিনের মধ্যে কাশ্মীরি নন, এমন তিন জন উপত্যকায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন। বুধবার সকালেই কাশ্মীরের ইটভাটায় কাজ করতে আসা ছত্তিশগড়ের এক শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার এই শোপিয়ানেই রাজস্থানের এক ট্রাকচালকে গুলি করে মেরেছে জঙ্গিরা। তার আগে রাজস্থানের এক ট্রাক চালককেও গুলি করে হত্যা করেছে জঙ্গিরা।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে। জঙ্গিদের গুলিতে গুরুতর জখম হয়েছেন আরও এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে পুলওয়ামা সরকারি হাসপাতাল এবং পরে শ্রীনগরে নিয়ে যাওয়া হয়েছে। শোপিয়ানের ঘটনায় ওই দুই জঙ্গির খোঁজে তল্লাশি চলছে। চরণজিতের সঙ্গী পাঞ্জাবেরই আর এক আপেল ব্যবসায়ী সঞ্জীবেরও গুলি লেগেছে।
৩৭০ ধারা প্রত্যাহারের পর জম্মু–কাশ্মীরে বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটে চলেছে। জঙ্গিদের গুলিতে অনেক সাধারণ মানুষ, শ্রমিক, ব্যবসায়ী প্রাণ হারাচ্ছেন। আতঙ্কের আবহে ক্ষতিগ্রস্থ হচ্ছে স্থানীয় ব্যবসা–বাণিজ্য, পর্যটন শিল্প। ঘটনার সময় দুই জঙ্গি একসঙ্গে ছিল। গত তিন দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয় ঘটনা ঘটল। তদন্তে নেমে পুলিশ জানতে পারে হামলাকারী দুই জঙ্গির একজন পাকিস্তানের নাগরিক।