ছোট থেকেই ফুটবল পাগল ছেলে সামান্য বকাবকিতেই আত্মঘাতী হল! সদ্য ইস্টবেঙ্গল জুনিয়র টিমে সুযোগও পেয়েছিল। কিন্তু হঠাৎই আত্মঘাতী হল কিশোর। ঘর থেকে উদ্ধার হল নাবালকের ঝুলন্ত দেহ। মৃতের নাম রোহন রায়। বয়স ১৩ বছর। পড়াশোনা নিয়ে বকাবকির জেরেই ওই কিশোর আত্মঘাতী হয়েছে বলে খবর। মঙ্গলবার রাতে নাকতলার বাড়ি থেকে উদ্ধার করা হয় লাল হলুদের শিবিরের জুনিয়র খেলোয়ার রোহন রায়কে।
পুলিশ সূত্রে খবর, পড়তে না বসায় মায়ের বকাবকির জেরেই আত্মহত্যা করে বসে সে। রোহনের দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। রোহন নাকতলা হাইস্কুলের ছাত্র। ছোট থেকেই ফুটবল খেলতে ভালবাসত। স্কুল থেকে বিভিন্ন প্রতিযোগিতায় গিয়ে বেশকিছু পদক জিতেছিলও সে। ইস্টবেঙ্গল দলেও তার ডাক পড়েছিল। নাকতলার ৪/৮৩ই, বিদ্যাসাগর কলোনির বাড়ি থেকে মঙ্গলবার রাতে উদ্ধার হয় রোহন রায়ের ঝুলন্ত দেহ। গোটা এলাকায় এখন শোকের ছায়া।
কেন আত্মহননের পথ ভেছে নিল নাবালক রোহন? স্থানীয় সূত্রে খবর, ইদানিং একটু অলস হয়ে গিয়েছিল সে। ওর মা তেমন বকাবকি করেনি। ওকে বলেছিল, শিক্ষিকা আসবে পড়তে বস। সেই জন্যই আত্মহত্যা করেছে সে। যদিও আত্মহত্যার কোনও প্রবণতা বা অবসাদ তারর আচার আচরণে এতদিন দেখা যায়নি। মায়ের কাছে বকা খাওয়ার পর টাকা নিয়ে দোকানে যায়। কেক, বিস্কুট, চিপস কিনে এনে খায়। খেয়ে দোতলায় নিজের ঘরে গিয়ে পড়তে বসে। আর তারপরই এমন ঘটনা।