আন্তর্জাতিক

আততায়ীর ছুরির আঘাতে মৃত ৮ পড়ুয়া

ছোট্ট শিশুদেরও ছাড় দিচ্ছে না আততায়ীরা। চীনের স্কুলে ঢুকে এক আততায়ীর হামলায় মৃত্যু হল অন্তত আটজন পড়ুয়ার। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও দু’‌জন। মৃত এবং আহতদের বয়স ৬ থেকে ১৩ বছরের মধ্যে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্কুল ও তার সংলগ্ন এলাকায়।
জানা গিয়েছে, পূর্ব চীনের হুবেই প্রদেশে চাওয়াংপো এলিমেন্টারি স্কুলে গরমের ছুটির পর সোমবার ক্লাস শুরু হয়। সকাল ৮টা নাগাদ তখন স্কুলে আসছিল ছাত্রছাত্রীরা। ইউ নামের ৪০ বছরের এক ব্যক্তি আচমকাই ছুরি হাতে ঝাঁপিয়ে পড়ে পড়ুয়াদের ওপর। আর্তনাদ করতে করতে মাটিয়ে লুটিয়ে পড়তে থাকে একের পর এক খুদে পড়ুয়া। ইউকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে নিষ্পাপ প্রাণ এভাবে ঝড়ে যাওয়ায় সবার চোখে জল।
উল্লেখ্য, চীনের স্কুলে হামলার ঘটনা নতুন নয়। গত অক্টোবর মাসে চংগিং–এর একটি কিন্ডারগার্টেন স্কুলে ছুরি মেরে ১৪ জনকে খুন করে এক মহিলা। ২০১৮ সালের এপ্রিলে শাংসি প্রদেশে আততায়ীর হামলায় মৃত্যু হয় ৯ ছাত্রছাত্রীর।