A few days ago, news came that Aamir Khan had distributed Rs 15,000 with Atta. He wrote, ‘Friends, I am not the person who put money in the flour and distributed it. This is fake news'.
বিনোদন

আটার ভেতর টাকা আমিরের নয়

বলিউড তারকাকে নিয়ে নানা ভুয়া খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ভাইরাল হচ্ছে। কিছুদিন আগে খবর এসেছিল যে আমির খান আটার সঙ্গে ১৫ হাজার রুপি বিলি করেছেন। এবার এ খবরের সত্যতা তিনি নিজে প্রকাশ করেছেন।

খবরটা এমন, দিল্লির এক এলাকায় এক ট্রাক ভর্তি এক কিলোর আটার প্যাকেট পাঠিয়েছিলেন আমির। আর সবচেয়ে মজাদার খবর ছিল, প্রতিটি এক কিলো আটার প্যাকেটে ১৫ হাজার রুপি লুকানো ছিল। এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। ঘটনার বেশ কিছু দিন পর আমির টুইট করে এ খবরের সত্যটা জানিয়েছেন।

তিনি লিখেছেন, ‘বন্ধুরা, আমি ওই ব্যক্তি নই যে আটার মধ্যে টাকা রেখে বিলি করেছি। এটা ভুয়া খবর। আমার ধারণা, কোনো রবিনহুড এটা দিয়েছেন। কিন্তু সে তার নাম প্রকাশ করতে চান না। সুরক্ষিত থাকুন। আর সবার জন্য আমার ভালোবাসা।’

ঘটনাটির সূত্রপাত হয় এক টিকটক ব্যবহারকারীর মাধ্যমে। ওই ব্যক্তি দাবি করেন, আমির খান দিল্লির বস্তি এলাকায় আটার ব্যাগের মধ্যে ১৫ হাজার টাকা পাঠিয়েছেন। মুহূর্তেই বিষয়টি ভাইরাল হয়ে যায়। চলে আসে আলোচনায়।

তবে বসে নেই আমির খান। মহামারি শুরু পর ভারতের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে বড় অংকের সহায়তা দিয়েছেন। এছাড়া সিনেমার শ্রমিকদের পাশেও দাঁড়িয়েছেন তিনি।