ব্রেকিং নিউজ

আজ মরশুমের শীতলতম দিন

আবহাওয়া দপ্তরের পূর্বাভাসই সত্য প্রমাণিত হল। ডিসেম্বর মাসের ৪ তারিখ শীত পড়বে বলে জানিয়েছিল আবহাওয়া দপ্তর। আর তাই হল। ডিসেম্বরের শুরুতেই শীতের কামড় মিলল। তা অনুভব কল বঙ্গবাসী। আর বৃহস্পতিবার শহর কলকাতায় পারদ নামল ১৬ ডিগ্রির নীচে। জেলায় জেলায় ঠান্ডার দাপট। শুক্রবারের পর বদলাতে পারে পরিস্থিতি বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার একধাক্কায় অনেকটাই নামল শহরের তাপমাত্রা। বৃহস্পতিবার পারদ পৌঁছয় ১৫.৯ ডিগ্রিতে। এই মরশুমে প্রথমবার ১৬ ডিগ্রির নীচে নামল তাপমাত্রা। আজ এই মরশুমের শীতলতম দিন। পারদ আরও নামতে পারে বলে আশা করা হচ্ছে। তবে এবার শীত দেরীতে আসায় তা চেটেপুটে খাচ্ছে আম–বাঙালি।
আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রা এমনই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে শুক্রবার বিকেলের পর ফের উত্তুরে হাওয়ার সামনে প্রাচীর হয়ে দাঁড়াতে পারে নতুন করে তৈরি হওয়া পশ্চিমী ঝঞ্ঝা। তখন তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের আমেজ থাকবেই।