বাংলাদেশ

আজ তিন আসনে উপনির্বাচন

করোনা আক্রান্ত গোটা বিশ্ব যখন কাঁপছে তখন বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলেছে উপনির্বাচন। শনিবার বাংলাদেশের ঢাকা–১০, গাইবান্ধা–৩ এবং বাগেরগাট–৪ সংসদীয় আসনের উপনির্বাচন হবে। ভোটগ্রহণ পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমস্ত ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু ভোট দিতে গেলে তো ভিড় হবে। ফলে ফের করোনা আক্রান্তের সম্ভাবনা বাড়বে!‌
বাংলাদেশে সাধারণ মানুষের মধ্যে এই সঙ্গে আতঙ্ক এবং উদ্বেগ দেখা দিয়েছে। সংক্রমণ রুখতে এখন সাধারণ মানুষকে বাড়ির বাইরে অপ্রয়োজনে না বের হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এই অবস্থায় ভোট করানো নিয়ে স্বভাবতই প্রশ্ন উঠেছে।
কমিশনের দাবি, ভোটারদের করোনা থেকে সুরক্ষায় ভোটকেন্দ্রে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। ভোটাররা হাত ধুয়ে ভোট দেবেন। ভোট দিয়ে আবার হাত ধোবেন। ফলে ভোট দিতে অন্তত কারোর এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই।
নির্বাচন কমিশনের সেই পর্যাপ্ত করোনা সুরক্ষা ব্যবস্থা হ্যান্ড স্যানিটাইজার, টিস্যু এবং ব্যানারের মধ্যেই সীমাবদ্ধ বলে অভিযোগ। যার জেরে ভোটারদের অনেকের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। সরকারি ব্যবস্থায় খুশি নন ভোটকর্মীদের একাংশ। এই পরিস্থিতিতে ভোট হতে চলেছে পদ্মাপারে।