একদিকে রাজ্য সরকারের সঙ্গে জগদীপ ধনকারের সংঘাত অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও আচার্য হিসেবে বারবার বিরোধিতা করেছে তাঁর। সাংসদ বাবুল সুপ্রিয়কে উদ্ধার করতে গিয়ে যে সংঘাতের শুরু তা চরম আকার নেয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের দিন। ঢুকতে চেষ্টা করেও ওই অনুষ্ঠানে যেতে পারেননি রাজ্যপাল। এবার যাদবপুরের ছাত্রছাত্রীরা আচার্যের বিরুদ্ধে চরম পদক্ষেপ করল।
জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের আচার্যের পদ থেকে জগদীপ ধনকারকে বরখাস্ত করে প্রতীকী চিঠি পাঠাল যাদবপুরের ছাত্র সংসদ। যাদবপুরের ছাত্র সংগঠন এখন এসএফআইয়ের দখলে। ওই প্রতীকী চিঠির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে আচার্য হিসেবে ধনকারের ব্যর্থতার রিপোর্ট কার্ডও। আগামী ১৩ জানুয়ারি রাজ্যের সব বিশ্ববিদ্যালয় উপাচার্যদের রাজভবনে ডেকেছেন বলে খবর। এরপরই যাদবপুরের ছাত্রছাত্রীরা তাঁকে বরখাস্ত করা প্রতীকী চিঠি লিখলেন। আর তাতে উল্লেখ করলেন বাবুল সুপ্রিয়কে উদ্ধারের দিন বিশ্ববিদ্যালয়ে ধনকারের প্রবেশ ও তারপর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর তাণ্ডবের প্রসঙ্গও।
ঠিক কী লেখা হয়েছে ওই চিঠিতে? চিঠিতে লেখা হয়েছে, ১৯ সেপ্টেম্বর আপনি কয়েকজন দুষ্কৃতীকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন। তারা বোমা ছুঁড়েছে, ভাঙচুর চালিয়েছে এবং মহিলাদের শ্লীলতাহানি করেছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে। ২২ ডিসেম্বর বিনা আমন্ত্রণেই চলে আসেন বিশ্ববিদ্যালয়ে। আপনার উদ্দেশ্য ও আচরণ নিয়ে তদন্ত করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আপনি প্রচার পেতে অত্যন্ত জঘন্য চেষ্টা চালিয়েছেন। নষ্ট করেছেন ছাত্রছাত্রীদের মূল্যবান সময়।
বিশ্ববিদ্যালয়কে বারবার বিব্রত করার জন্যও সরব হয়েছেন ছাত্রছাত্রীরা। রিপোর্ট কার্ডে ধনকারের বিষয়ে উল্লেখ করা হয়েছে, ২৩ ডিসেম্বর এনআরসি, সিএএ, এনপিআর, এস/এসটি কমিশন এবং মুসলিম এবং অন্যান্য ছাত্রছাত্রীদের উপরে হিংসা নিয়ে একাধিক প্রশ্ন করেছেন পড়ুয়ারা। কিন্তু আপনি সন্তোষজনক জবাব দিতে পারেননি। আরও লেখা হয়েছে, আপনার সাধারণ জ্ঞান অসন্তোষজনক। ইতিহাসজ্ঞান শূন্য। সবমিলিয়ে আপনি মেরুদণ্ডহীন।