নারী কেন্দ্রিক ছবি তৈরির ধুম পড়েছে বলিউডে। ভাবনাধারা নাকি বদলে যাচ্ছে। কিন্তু অভিনেতা ও প্রযোজক জন আব্রাহাম এই দাবির এক্কেবারে বিপরীতে গিয়ে অন্য কথা শোনালেন। বললেন, আপাতত এ ধরনের ছবি নির্মাণে আগ্রহী নন তিনি।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে জন জানান, ‘প্রযোজক হিসেবে নারী কেন্দ্রিক ছবি করার কথা ভাবলে প্রথমেই স্টুডিওকে এ কাজে রাজি করানোর সমস্যায় জন্য। আমার হাতে এ ধরনের দুটি ছবির চিত্রনাট্য রয়েছে। কিন্তু স্টুডিওগুলো রাজি হতে চায় না। তাদের বিশ্বাস, এসব ছবির ব্যবসা নেই।’ অভিনেতা বলেন, ‘বদলে যাওয়া সময় নিয়ে আমরা যতই আলোচনা করি না কেন, সত্যিটা হল এখনও লড়াইটা খুবই কঠিন। তবে সেটা চালিয়ে যেতে হবে।’
আগামী দিনে শাহরুখ খান, আনুশকা শর্মার মতো ওয়েব সিরিজ প্রযোজনায় আসতে চান জন। দুটি ওয়েব সিরিজ নিয়ে তিনি কাজও শুরু করেছেন। জনের কথায়, ‘গত দুই বছর ধরে সিরিজ দুটি নিয়ে চিন্তা ভাবনা করছি। আরও কিছুটা সময় লাগবে। একটি বেস্টি সেলিং বইয়ের রাইটস কিনেছি। তবে এখনই নাম বলতে চাই না।’