আন্তর্জাতিক

আগ্নেয়গিরির জেরে নিখোঁজ বহু পর্যটক!‌

এবার জেগে উঠল নিউজিল্যান্ডের আগ্নেয়গিরি। তার জেরে বহু মানুষ আহত ও নিখোঁজ হয়ে পড়েছেন। সে দেশের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডেন জানান, সোমবার যখন আগ্নেয়গিরি জেগে ওঠে, তখন প্রায় শতাধিক পর্যটক হোয়াইট আইল্যান্ডের কাছেই ছিলেন।
প্রধানমন্ত্রীর কথায়, অনেকেই আহত হওয়ার খবর মিলেছে। তাঁদের সৈকতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। যাঁরা আহত হয়েছে, তাঁদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। অগ্নুত্‍‌পাতের ঘটনা ঘটেছে। সতর্কতার স্তর ৪ নম্বর ছিল। এটি অঙ্কটাই ৫ হয়ে গেলে তাকে গুরুতর অগ্নুত্‍‌পাত্‍‌ বলে চিহ্নিত করা হয়।
নিউজিল্যান্ডের মূল ভুখণ্ড থেকে প্রায় ৫০ কিমি দূরে অবস্থিত এই হোয়াইট আইল্যান্ড। বিজ্ঞানীরা সম্প্রতি সেখানে আগ্নেয়গিরি সক্রিয় হয়ে ওঠার আশঙ্কা প্রকাশ করেছিলেন। কেন এত বিপুল পরিমাণে পর্যটককে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হল এখন তা নিয়ে প্রশ্ন উঠেছে। আগ্নেয়গিরি জেগে ওঠার পর আকাশে ছেয়ে যাওয়া ধোঁয়া দেখা গিয়েছে। বিপর্যয় মোকাবিলা দপ্তরের আশঙ্কা, আগ্নেয়গিরি থেকে ছড়িয়ে পড়া ছাই আশপাশের এলাকাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।