লিড নিউজ

আগাম জামিনের মামলা রাজীবের, আলিপুরে আইনজীবী

শুক্রবার ফের আদালতের দ্বারস্থ রাজীব কুমার। এবার আলিপুর জেলা জজ কোর্টে আগাম জামিনের মামলা দায়ের করলেন তিনি। শনিবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা আছে। গ্রেপ্তারি এড়াতে আড়াল থেকেই সবরকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সিআইডি’‌র ডিআইজি রাজীব কুমার। কোনও পরোয়ানা ছাড়াই রাজীবকে গ্রেপ্তার করা যাবে বলে আদালত রায় দেওয়ার পর, ফের আগাম জামিনের আবেদন করলেন প্রাক্তন নগরপাল।
ফৌজদারি মামলায় রাজীবকে গ্রেপ্তার করতে সমস্যা নেই বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্টও। শনিবার আলিপুর জজ কোর্টে আগাম জামিনের আবেদন করতে পারেন রাজীব কুমার। সেই মতোই আবেদন করা হয়েছে। আদালত আপিল গ্রহণ করেছে। মামলার শুনানি শনিবার বেলা ১২টায়। আবেদন করার আগে রাজীব কুমারের আইনজীবী সিজিও কমপ্লেক্সে গিয়ে সিবিআই আধিকারিকদের জানিয়ে আসেন যে তাঁরা আগাম জামিনের আবেদন করছেন। বিচারক জানিয়েছেন, রাজীবকে গ্রেপ্তারের জন্য রাজ্যের অনুমতি নিতে হবে সেটা এখানে প্রযোজ্য নয়। তদন্তের স্বার্থে রাজীব কুমারকে গ্রেপ্তার করা যেতেই পারে।
খুঁজে পাওয়া না গেলেও রাজীবের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির আর্জি জানিয়ে আলিপুর আদালতের দ্বারস্থ হয় সিবিআই। একদিকে যখন চার অফিসার রাজীব কুমারের বাড়িতে, ঠিক তখনই আলিপুর আইপিএস কোয়ার্টারের মেসেও হানা দেয় সিবিআইয়ের আধিকারিকরা। চার আধিকারিক মেসের ভেতরে ঢুকে তল্লাশি চালান।