ব্রেকিং নিউজ

আগামী ১৪ ফেব্রুয়ারি হামলা দিল্লিতে

দিল্লি–উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় ফের বড় নাশকতার ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা। ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি দিল্লিতে বড় ধরনের হামলা করার পরিকল্পনা করেছে। সেই সংক্রান্ত নথি এবার জমা দিল জাতীয় তদন্তকারী সংস্থা(‌এনআইএ)‌। যা নিয়ে এখন সরগরম নয়াদিল্লি। ১৪ ফেব্রুয়ারি, ২০১৯। পুলওয়ামা কেঁপে উঠেছিল পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জৈশ–ই–মহম্মদের বিস্ফোরণে।
দিল্লির সাউথ ব্লক ও কেন্দ্রীয় দপ্তরই হল প্রথম টার্গেট। জাতীয় গোয়েন্দা সংস্থার দেওয়া চার্জশিটে জৈশের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেখানে বলা হয়েছে, দিল্লি সিভিল লাইনস, বিকে দত্ত কোলোনি, কাশমেরে গেট, লোধি এস্টেট, মান্ডি হাউজ, গাজিয়াবাদের মতো গুরুত্বপূূর্ণ এলাকাগুলিতে বড় নাশকতার ঘটনা ঘটতে পারে। তার জন্য জৈশ–ই–মহম্মদ ইতিমধ্যেই রেইকি করেছে নয়াদিল্লির সরকারি নানা ব্যবস্থার ওপর। জৈশ–ই–মহম্মদের সদস্য সাজ্জাদ আহমেদ খান, তানবীর আহমেদ গানি, বিলাল আহমেদ মীর এবং মুজাফ্‌ফর আহমেদ ভাট খান গ্রেপ্তার হয়েছিল মার্চে, পুরনো দিল্লি থেকে। তাদেরকে জেরা করেই এই তথ্য মিলেছে।
জানা গিয়েছে, ভারতের সিমকার্ডের জন্য সদস্যদের সকলের ফটো আইডি থাকাটা জরুরি করা হয়েছে ওই সংগঠনের। স্মার্টফোনের মধ্যে অ্যাপ ডাউনলোড করে ইউজাররা সাইন আপ করেই নেটওয়ার্কের মধ্যে প্রবেশ করছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার এবং মেলের মতো অ্যাপ ডাউনলোড করে যোগাযোগ রাখছে তারা। সম্প্রতি ভারতে নাশকতার কাজে যুক্ত করা হয়েছে সন্ত্রাসবাদী কারি মুফতি ইয়াসিরকে। পরবর্তী হামলার জন্য কাশ্মীরি যুবকদের প্রশিক্ষণ, নিযুক্ত করা ও প্রস্তুতি করার কাজ চালানো হচ্ছে। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে জারি করা হবে উচ্চ সতর্কতা বলে খবর।