লিড নিউজ

আগামী ১৪ এপ্রিল পর্যন্ত গোটা দেশ লকডাউন করলেন প্রধানমন্ত্রী

৩০ রাজ্যের পর এবার গোটা দেশজুড়েই লকডাউন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকী এই লকডাউন চলবে টানা ২১ দিন। আজ, মঙ্গলবার রাত ১২টা থেকে গোটা দেশে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। তাঁর বার্তা, ভারতকে বাঁচাতে ২১ দিন, তিন সপ্তাহ ঘরের মধ্যেই থাকুন। এখন যে যেখানে আছেন, সেখানেই থাকুন।
তিনি বলেন, ‘‌এই ২১ দিন বাড়ির বাইরে বেরোনো ভুলে যান। এই কথাটা নরেন্দ্র মোদী নয়, আপনাদের পরিবারের একজন সদস্য হয়ে অনুরোধ করছি।’‌ এই ২১ দিন বাইরে বেরোলে প্রশাসনকে ব্যবস্থা নিতেও অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী। করোনা নিয়ে আতঙ্ক গোটা দেশেই। উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই দেশের অধিকাংশ রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকায় লকডাউন ঘোষণা হয়েছিল।
এই পরিস্থিতিতে মঙ্গলবার রাত ৮টায় ফের জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘‌প্রধানমন্ত্রী থেকে সাধারণ নাগরিক তখনই বাঁচতে পারবেন, যখন আমরা ঘরের ভেতরে থাকব। ভাইরাসের সংক্রমণ আটকাতে হবে। ভাঙতে হবে সংক্রমণের শৃঙ্খল। ভারত এমন পর্যায়ে রয়েছে, যেখানে আমাদের পদক্ষেপ ঠিক করে দেবে, কতটা ক্ষতি এড়াতে পারি আমরা। লকডাউনে ঘর থেকে না বেরনোর সংকল্প নিন। প্রাণ থাকলে দুনিয়া থাকবে।’‌ উল্লেখ্য, জনতা কার্ফু ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। সেই অনুরোধ শোনার জন্য দেশবাসীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর কথায়, দায়িত্বজ্ঞানহীনের মতো বেপরোয়া কাজকর্ম করলে এই দেশের পরিনাম খুব একটা ভাল হবে না। শুধু করোনা আক্রান্তের জন্য নয়। এটা সবার জন্য। খোদ প্রধানমন্ত্রীর জন্যও। করোনার এত দ্রুত ছড়িয়ে পড়ছে যে, সব আয়োজন করেও নানান দেশ আটকাতে পারছে না। আমরা না পারলেও তার পরিনাম অত্যন্ত খারাপ হবে।