অভিনেতা পরমব্রত চ্যাটার্জি সম্পর্ক নিয়ে কখনোই লুকোছাপা করেননি। যখনই যার সাথে প্রেম করেছেন, প্রকাশ্যে এনেছেন। এবার নিজের বিয়ে নিয়েও কোনো রাখঢাক করলেন না তিনি।
বহু বছর ধরেই পরমব্রত নেদারল্যান্ডের মেয়ে ইকা শাউটের সঙ্গে প্রেম করছেন। পরমব্রতর প্রেমের ইতিহাসে এটাই নাকি সবচেয়ে দীর্ঘ সময়ের সম্পর্ক! আর এই সম্পর্ককে এবার আরো মজবুত করতে চলেছেন ইকা-পরমব্রত! সম্প্রতি জনপ্রিয় ম্যাগাজিনে একটি সাক্ষাৎকারে ইকার সাথে প্রেম ও বিয়ে নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন পরমব্রত। বিয়ে নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি স্পষ্ট জানান, সত্যি, আমাদের সম্পর্কটা অনেকদিন হল। বিয়েটাও হয়ে যাবে। আর বেশিদিন না। প্রতিবেদক যখন ২০২০-র কথা বলেন পরমব্রত মাথা নেড়ে সম্মতি জানান। তবে আসছে বছর কখন তাদের বিয়ের আসর বসবে এ বিষয়ে কিছুই বলেননি।
ইকা নেদারল্যান্ডের মেয়ে। পেশায় একজন চিকিৎসক। পরমব্রত যখন ফিল্ম ও টেলিভিশন প্রোডাকশন বিষয়ে ইংল্যান্ডে পড়তে যান, তাদের পরিচয় হয় সেখানেই। তারপর ভালো লাগা থেকে ভালোবাসা। এখন প্রায়শই কলকাতাতেই এসে থাকছেন ইকা।