সোয়াইন ফ্লু সংক্রমণে আক্রান্ত হলেন সুপ্রিম কোর্টের ছয় জন বিচারপতি। যা নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। একসঙ্গে এতজন বিচারপতি সোয়াইন ফ্লু রোগে আক্রান্ত হয়ে পড়ায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে সর্বোচ্চ আদালতে। এই বিষয়ে অন্যান্য বিচারপতি এবং প্রবীণ আইনজীবীদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান বিচারপতি এস এ বোবদে। সেখানে নিজের উদ্বেগের কথা জানান তিনি।
এই ঘটনায় বেশ কয়েকটি মামলার শুনানি পিছিয়ে দিতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে নয় সদস্যের ডিভিশন বেঞ্চে চলা ধর্ম বনাম অধিকারের মামলার শুনানি। ছয় বিচারপতি একসঙ্গে সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছেন বলে ঘোষণা করেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। পুরো পরিস্থিতি খতিয়ে দেখে পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।
চিকিত্সার জন্য কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের মধ্যেই একটি ডিসপেনসারি তৈরি করেছে বলে জানিয়েছেন বোবদে। গত সপ্তাহে বেঙ্গালুরুর একটি জার্মান সফটওয়্যার সংস্থার দুই কর্মী সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্ত হওয়ায় তারা কাজ বন্ধ করে দেয়।