ব্রেকিং নিউজ

আঁতাতেই রদবদল, বিস্ফোরক অধীর

রাজ্যে সিবিআইয়ে রদবদলের নেপথ্যে নরেন্দ্র মোদী–মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে গোপন আঁতাতের অভিযোগ তুললেন অধীর চৌধুরী। তাঁর কটাক্ষ, দিল্লিতে রাইসিনা ডায়লগ হচ্ছে। আর এখানে রাজভবন ডায়লগ হল। ব্যস সিবিআইয়ে রদবদল হয়ে গেল। লোকসভায় কংগ্রেসের দলনেতা সেটিংয়ের অভিযোগ তুলে বলেন, রাজভবনে আলোচনার পর সিবিআই অফিসার পাল্টে গেল। চিটফান্ড কাণ্ডে সিবিআই তদন্ত এখন অথৈ জলে। মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট হল।
উল্লেখ্য, গত ১১ জানুয়ারি দু’‌দিনের সফরে কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখন রাজভবনে তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হয়। অধীর চৌধুরী বলেন, ‘‌যাঁরা দীর্ঘদিন থেকে সারদা, নারদা ও রোজভ্যালি কাণ্ডের তদন্ত করছেন এবং তদন্ত প্রায় গুটিয়ে এনেছেন রাজভবন ডায়লগের পরেই তাঁদের বদলি করে দেওয়া হল। মোদীর সঙ্গে দেখা করতে দিল্লি যান আপনি। সেখানে না গিয়ে, আপনি রাজভবনে গেলেন। পশ্চিমবঙ্গে কাসরঘণ্টা না বাজিয়ে, দিল্লিতে গিয়ে কাসরঘন্টা বাজান। ১০০বার প্রধানমন্ত্রীর কাছে যাওয়া উচিত। আমিও যাই। যা যা হচ্ছে সব পরিকল্পনা করেই ওরা করছে।’‌
সিবিআই সূত্রের খবর, সারদা মামলার তদন্তকারী অফিসার তথাগত বর্ধন, রোজ ভ্যালি মামলার দুই তদন্তকারী অফিসার ব্রতীন ঘোষাল ও সোজম শেরপা এবং নারদ স্টিং অপারেশন মামলার তদন্তকারী অফিসার রঞ্জিত কুমার– প্রত্যেককেই বদলির নির্দেশ জারি হয়েছে। নারদা, সারদা ও রোজভ্যালির দায়িত্বে থাকা অফিসারদের বদলি করা হয়েছে বুধবার। যদিও এটাকে রুটিন বদলি বলা হচ্ছে।