আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল

ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস। অগ্নিনির্বাপণ কর্মকর্তারা জানিয়েছেন, নিউ সাউথ ওয়েলস রাজ্যের তুলনায় কুইন্সল্যান্ডের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন দুর্যোগপূর্ণ এ সময়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার দিনভর সিডনি শহরতলির আশপাশের এলাকায় আতঙ্ক থাকলেও পরিস্থিতি বেশ স্বাভাবিক ছিল। ১২টির মতো বাড়িঘর পুড়ে যাওয়া ছাড়া কোনো হতাহত বা বড় ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার সর্তকতামূলক জনবহুল শহর সিডনিসহ নিউ সাউথ ওয়েলসের ছয় শতাধিক স্কুল বন্ধ ছিল। লোকজনকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ থাকায় বিপুলসংখ্যক মানুষ তাঁদের বাড়িঘর ছেড়ে অন্যত্র অবস্থান নেন বলে জানা গিয়েছে।