যাদবপুরের উপচার্য এবং সহ–উপাচার্যকে দেখতে হাসপাতালে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকার। বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের পরিস্থিতিতে অসুস্থ হয়ে পড়েন উপাচার্য সুরঞ্জন দাস এবং সহ উপাচার্য প্রদীপকুমার ঘোষ। শনিবার সকালে তাঁদের সঙ্গে দেখা করে কথা বলেন রাজ্যপাল।
মাথায় যন্ত্রণা, বুক ধড়ফড়, বমি–বমি ভাব উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। উচ্চ রক্তচাপ এবং ডায়াবিটিসের সমস্যা থাকায় সুরঞ্জনবাবুকে আইসিইউ–তে রাখা হয়েছে। হাসপাতালে ভর্তির সময় তাঁর রক্তচাপ ছিল ১৬০/৯০। তাঁর ইসিজি করা হয়েছে। এদিন প্রায় ১৫ মিনিট হাসপাতালে ছিলেন রাজ্যপাল। কথা বলেন উপাচার্য এবং সহ উপাচার্যের সঙ্গেও।
সূত্রের খবর, রবিবার হাসপাতাল থেকে তাঁদের ছাড়ার সম্ভাবনা রয়েছে। আচার্য যে উপাচার্য এবং সহ–উপাচার্যকে দেখতে গিয়েছেন, সে কথা বিবৃতি প্রকাশ করে জানিয়েছে রাজভবন। ওই বিবৃতিতে বলা হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বজায় রাখতে সেখান পড়ুয়া–শিক্ষক–কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চান রাজ্যপাল তথা আচার্য। হাসপাতালে উপাচার্য ও সহ–উপাচার্যকে দেখতে গিয়ে তিনি তাঁদের জানান, অভিভাবক হিসাবে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, অধ্যাপক, শিক্ষক এবং পড়ুয়াদের সঙ্গে কথা বলতে চান তিনি।