খেলাধুলা

অসহায়দের পাশে আফ্রিদি

মহামারি করোনাভাইরাস শুরুর পর থেকে অসহায় মানুষদের সাহায্য করে যাচ্ছেন শহীদ আফ্রিদি। নিজের ফাউন্ডেশন এবং বন্ধুদের নিয়ে তহবিল গঠন করে গরীব-দুঃখীদের মধ্যে প্রতিনিয়ত ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন পাকিস্তানের এ অলরাউন্ডার।

বেলুচিস্তানের প্রত্যন্ত অঞ্চল লাসবেলা। জায়গাটি অত্যন্ত দুর্গম, রুক্ষ ও পাথুরে। কাঁধে খাবারের বস্তা নিয়ে এবার সে জায়গার অসহায় মানুষদের ত্রাণ দিয়েছেন আফ্রিদি।

আফ্রিদি’র ত্রাণ দেওয়ার বিষয়টি জানিয়েছেন পাকিস্তানের সাংবাদিক সাজ সাদিক। নিজের অফিসিয়াল টুইটারে একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেই ভিডিওতে দেখা যায় রুক্ষ-পাথুরে লাসবেলায় নিজ কাঁধে বস্তা টেনে অসহায় মানুষদের ত্রাণ দিচ্ছেন আফ্রিদি।

আফ্রিদিও তার ইউটিউব চ্যানেলে এই ত্রাণ কার্যক্রমের ভিডিও পোস্ট করেছেন।