দেশ

অমিতের দেওয়া নম্বরে কুপ্রস্তাব!‌

মোবাইল নম্বরে মিসড কল দিয়ে জনসমর্থন চেয়েছিলেন খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নাগরিকত্ব সংশোধিত আইনের পক্ষে সমর্থন জোগাড় করতে দেওয়া হয়েছিল মোবাইল নম্বর। মিসড কল দিয়ে তাতে সমর্থন জানাতে হবে। কিন্তু বাস্তবে দেখা গেল তা মিস ফায়ারে পরিণত হয়েছে। বাস্তবে দেখা যাচ্ছে সেই নম্বর থেকে একাকিত্ব কাটাতে বন্ধুত্ব–যৌনতার আমন্ত্রণ, নিখরচায় বিনোদন অ্যাপের সাবস্ক্রিপশন, এমনকী চাকরির প্রস্তাব দিয়ে বলা হচ্ছে ওই নম্বরে ফোন করতে। টুইটারেই সিএএ-বিরোধী অনেকে অভিযোগ তুলেছেন, ভুয়ো পরিচয়ে সিএএ’‌র পক্ষে বিপুল সমর্থন জোগাড় করতেই এমন কৌশল নিয়েছে বিজেপি’‌র আইটি সেল।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে। তোলপাড় হয়ে গিয়েছে নেটদুনিয়া। ফোন নম্বরটি ছিল– ৮৮৬৬২৮৮৬৬২। শুক্রবারই রাজস্থানে জনসভা করে সর্বভারতীয় সভাপতি অমিত শাহ নম্বরটি দিয়ে মিস কল করে নাগরিকত্ব সংশোধিত আইনের পক্ষে সমর্থনও চেয়েছেন। আর এটাই এখন মিস ফায়ারে পরিণত হয়েছে। কারণ, এক মহিলার টুইটার অ্যাকাউন্টে দাবি করা হয়েছে, ‘‌আমি একা। কথা বলার দরকার। কল করুন এই নম্বরে। আপনাকে ঘুরিয়ে কল করব। চলো ফোনে কথা বলি।’‌
এখানেই শেষ নয়। ওই একই নম্বর থেকে আসছে নানা প্রস্তাব। শর্ত একটাই, ওই নম্বরে ফোন করতে হবে। যেমন মহিলার ছবি দেওয়া একাধিক অ্যাকাউন্ট থেকে ওই নম্বর দিয়ে বন্ধুত্বের প্রস্তাব দেওয়া হয়। কোনওটি থেকে লেখা হয়, ‘কেউ আমাকে ভালবাসতে চাইলে বা ডেটে যেতে চাইলে ফোন করুন।’ আবার লেখা হয়, ‘বোর হচ্ছি। কথা বলতে চাই। এই নম্বরে মিসড কল করুন।’ আরও সোজাসাপ্টা, ‘তুমি কি একা? আমার সঙ্গে বন্ধুত্ব করবে? ফোন করো এই নম্বরে।’ কোনও টুইটার হ্যান্ডল থেকে আবার সরাসরি যৌনতার আমন্ত্রণ জানানো হয় ওই নম্বর দিয়েই। রাহুল সিনহার কথায়, বিজেপির ভাবমূর্তি কালিমালিপ্ত করার ষড়যন্ত্র। তথ্যপ্রযুক্তি আইনে ব্যবস্থা নেওয়া হবে।