দেশ

অমিতের কাছে পোস্ত–সওয়াল মমতার

এবার পোস্ত নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী চেপে ধরলেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তার উপস্থিতিতে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে বাঙালির পাতে পোস্ত না রাখতে পারার জ্বালা তুলে ধরলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে পোস্ত চাষের অনুমতি দেওয়া হোক বলে জোর সওয়াল করেছেন তিনি। বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখবেন বলে আশ্বস্ত করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।
সূত্রের খবর, এই বৈঠকে মমতা কেন্দ্রের কাছে অনুযোগ করেছেন, মধ্যপ্রদেশ, রাজস্থানের মতো রাজ্যও সরকারিভাবে পোস্ত চাষের অনুমতি পেয়েছে। তা হলে বাংলা পাবে না কেন? বাঙালি শুধু যে পোস্তর বড়া আর পোস্তর তরকারি খেতে ভালবাসে তাই নয়। এই রাজ্যে পোস্ত চাষের অনুকূল পরিবেশ আছে একাধিক জেলায় বলে তিনি দাবি করেন।
এমনকী পোস্ত চাষের অনুমতি পেলে বাংলার কৃষকদের আয়ও বাড়বে বলে বৈঠকে জানান মমতা। মাদকের রমরমা রুখতে এই রাজ্যে পোস্ত চাষে লাগাম টেনেছে কেন্দ্র। সেই লাগাম শিথিল করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। অনেকে গোপনে পোস্ত চাষ করতে বাধ্য হন। অথচ রাজস্থান, মধ্যপ্রদেশের মতো যে সব রাজ্যে বাঙালিদের মতো পাতে পোস্তের চাহিদা নেই সেখানে পোস্ত চাষের অনুমতি আছে। এটার একটা বিহিত হওয়া দরকার বলে জানিয়েছেন তিনি।