বয়স ৭৭ বছর কিন্তু বয়সকে অনেক আগে থেকেই পরাজিত করেছেন তিনি। আজও তার নামে সিনেমা হিট হয়। তিনি সুপারস্টার অমিতাভ বচ্চন।
দীর্ঘদিন ধরেই তিনি লিভারের অসুখে ভুগছেন। তবে তা পরোয়া না করেই আপন মনে কাজ করে যাচ্ছেন। তবে সেই শরীর যেন আর হারতে রাজি নয়। চোখ রাঙাচ্ছে বলিউড শাহেনশাহকে। এবার বুঝি এলো অবসরের পালা। কিছুদিন আগে অসুস্থতার জন্য ভর্তি ছিলেন হাসপাতালে। কলকাতা চলচ্চিত্র উত্সবেও আসতে পারেননি। তারপরেও বিশ্রাম নিয়ে ফের কাজে যোগ দিয়েছিলেন অমিতাভ বচ্চন।
সম্প্রতি পরবর্তী ছবি ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার জন্য আলিয়া ও রণবীর কাপুরের সঙ্গে অভিনয়ের জন্য তিনি মানালিতে গিয়েছেন। বিমানবন্দর থেকে পাহাড়ি পথে টানা গাড়িতে গিয়েছেন তিনি। এরই মধ্যে নিজস্ব ব্লগে তিনি লিখেছেন, ‘শরীর জানান দিচ্ছে, অবসর নিতে হবে এবার।’
ব্লগে তিনি লিখেছেন, ‘সুন্দর আবহাওয়া… শীতের আমেজ… বাতাসের শুদ্ধতা, ভোর ৫টার পর রেস্ট… পাহাড়ি পথের দারুণ নম্রতা, অভিনন্দনের আনন্দ… ছোট্ট ছিমছাম শহর, দারুণ অভ্যর্থনা… তাদের সরল ও সাদাসিদে এমন স্বভাব আর কোথাও নেই।’
এর পরই তিনি ব্লগে লিখেছেন, ‘এটা একটা বার্তা, আমার এবার অবসরের পালা… মাথায় অন্য কিছু চলছে কিন্তু আঙ্গুল অন্য কিছু বলছে…. শুভরাত্রি।’
সূত্রের খবর, শুটিংয়ের জন্য বেশ কিছুদিন এখন অমিতাভ বচ্চন মানালিতেই থাকবেন। তবে তার হঠাৎ এই বার্তা বলিউডে যেন মন খারাপের হাওয়া নিয়ে এলো। ভক্তরা অনেকেই তার পোস্টে গিয়ে অনুরোধ করছেন অভিনয় না ছাড়ার জন্য। কেউ কেউ অবশ্য বিশ্রামের পরামর্শও দিচ্ছেন বিগ বি-কে।