বিনোদন

অমিতাভ বচ্চন হাসপাতালে ভর্তি

বরেণ্য অভিনেতা অমিতাভ বচ্চনকে যকৃতের সমস্যার কারনে মঙ্গলবার গভীর রাতে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অমিতাভের হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি বৃহস্পতিবার গভীর রাতে প্রকাশ পায়। প্রথমে শোনা যায়, রুটিন চেকআপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় অমিতাভ বচ্চনকে । এরপর জানা যায়, তার যকৃতের সমস্যা গুরুতর হওয়ায় গত মঙ্গলবার রাত দুটোর দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। এ কারণেই হাসপাতালে আছেন তিনি। শুক্রবারও তার চেকআপ চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেছেন, এতে আতঙ্কের কিছু নেই। অমিতাভ বচ্চনকে খুব দ্রুতই ছেড়ে দেওয়া হবে। তাকে হাসপাতালের একটি আলাদা রুমে রাখা হয়েছে। সেই রুমে আইসিইউর সব সুবিধা রয়েছে। সেই রুমে তার পরিবারের সদস্য আর হাসপাতালের নির্ধারিত চিকিৎসক এবং কর্মী ছাড়া কারও প্রবেশের অনুমতি নেই। জয়া বচ্চন, অভিষেক বচ্চন আর ঐশ্বরিয়া রাই বচ্চন হাসপাতালে এসেছেন, তার পাশে থাকছেন।

২০০০ সালে যক্ষার চিকিৎসা হয়েছিল এ অভিনেতার। তিনি জানতেন না, প্রায় ৮ বছর আগে থেকে এই রোগ তার শরীরে বাসা বেঁধেছিল। এছাড়া ‘কুলি’র সেটে অমিতাভ গুরুতর দুর্ঘটনার শিকার হন। তারপরেও দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেই সময় তার একাধিক অস্ত্রোপচারও হয়। প্রচুর পরিমাণ রক্ত নিতে হয় বিগ বি-কে। কোনও রক্তদাতার কাছ থেকে তার শরীরে হেপাটাইটিস বি-র ভাইরাস অজান্তে প্রবেশ করে। তাই তারপর থেকে তাকে সবসময় চিকিৎসকের পরামর্শ নিয়ে চলতে হয়। মাঝেমধ্যেই নিয়মিত পর্যবেক্ষণের কারনে ভর্তি হতে হয় হাসপাতালেও।

এদিকে, বৃহস্পতিবারই ছিল করওয়া চৌথ। হাসপাতালে থাকলেও স্ত্রীর কথা বারবার মনে পড়ছে বলে টুইট করেন অভিনেতা। জয়ার একটি পুরনো ছবি শেয়ার করেন বিগ বি। লেখেন, ‘জয়াই পৃথিবীর শ্রেষ্ঠ স্ত্রী।’ হাসপাতালে চিকিৎসাধীন স্বামীর কল্যাণ কামনা করে নির্জলা উপবাস করে ব্রত পালন করেন অমিতাভ পত্নী।