বাংলাদেশ

অমর একুশে শ্রদ্ধায় মধ্যরাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশে অমর ভাষা শহিদদের শ্রদ্ধা জানানোর বিষয়টি আগে রাজধানীর মধ্যেই সীমাবদ্ধ ছিল। আজ তা ছড়িয়ে পড়েছে দেশের প্রতিটি প্রান্তে। শহর–গ্রাম সর্বত্রই মানুষের ঘুম ভাঙে ‘‌আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’‌ গান শুনে। তাই ২১ ফেব্রুয়ারির মাঝরাতে যথাযথ মর্যাদায় ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা–সহ বাংলাদেশের বহু মানুষ।
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা এবার কেন্দ্রীয় শহিদ মিনারের পাশ্বর্বর্তী এলাকার দেওয়াল ও সড়ককে আলপনার মাধ্যমে সাজিয়ে তুলেছেন। সকাল থেকেই আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ রেখে চলে আলপনা আঁকার কাজ। আর ‘‌আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান গেয়ে চলে আলপনার কাজ।
রাত ১২টা ১টি মিনিটে (শুক্রবার) রাষ্ট্রপতি ও তার পর প্রধানমন্ত্রী ঢাকার শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বাজানো হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া শহীদদের উদ্দেশ্যে ফুল দেন।
শুক্রবার সাড়া দিনই বাংলাদেশ জুড়ে নানা উৎসব চলবে। রাজধানী ঢাকা–সহ দেশের মানুষ নিজের এলাকায় আলোচনা সভা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে একুশের মহান শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। কলকাতার বাংলাদেশ উপ–দূতাবাসে বিশেষ অনুষ্ঠান রয়েছে। এদিন বনগাঁ সীমান্তেও অমর একুশে পালন করা হবে। সেই কর্মসূচিতে অংশ নেবেন দুই বাংলার বিশিষ্টরা। ১৯৫২ সালের এই দিনে ছাত্রদের আন্দোলনের প্রস্তুতির তীব্রতা ও অনমনীয় ভাব দেখে পাকিস্তানের তৎকালীন শাসকরা মাথানত করতে বাধ্য হয়েছিলেন।