ব্রেকিং নিউজ

অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী

অশান্ত দিল্লিতে শান্তির বার্তা দিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইটে জানান, শান্তি এবং একতা বজায় রাখা আমাদের প্রধান কর্তব্য। দিল্লির ভাই–বোনেদের অনুরোধ শান্তি এবং ভ্রাতৃত্ব বজায় রাখুন। গত তিন দিন ধরে দিল্লিতে অশান্তি যখন তুঙ্গে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আতিথেয়তায় ব্যস্ত ছিলেন মোদী। রাজধানীর পরিস্থিতি নিয়ে একটি শব্দও খরচ করতে দেখা যায়নি তাঁকে। তা নিয়ে সমালোচনায় সরব হয়েছিলেন বিরোধীরা।
বুধবারও হিংসা অব্যাহত। বিশেষ করে উত্তর–পূর্ব দিল্লিতে রণক্ষেত্র চেহারা ধারণ করেছে। এখনও পর্যন্ত হিংসা মৃত্যু হয়েছে ২৩ জনের। জখম ১৫০। অনেক পুলিশ কর্মীও আহত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আইবি অফিসার অঙ্কিত শর্মার মৃতদেহ মিলেছে চাঁদবাগ থেকে। টুইটারে নরেন্দ্র মোদী লেখেন, ‘শান্তি এবং সম্প্রীতি আমাদের সংস্কৃতির মূল কথা। দিল্লির ভাই–বোনেদের কাছে অনুরোধ, সর্বদা শান্তি এবং সৌভ্রাতৃত্ব বজায় রাখুন। যত দ্রুত সম্ভব দিল্লিতে শান্তি এবং স্বাভাবিক অবস্থা ফিরে আসাটা জরুরি।’
এদিকে দিল্লির হিংসা সামাল দিতে সেনা নামানোর দাবি জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। হিংসা থামাতে ধরনায় বসার পর বুধবার তিনি টুইট করেন, পরিস্থিতি খুবই উদ্বেগজনক। অনেকের সঙ্গে কথা বলেছি। অবিলম্বে অন্যান্য এলাকায় কার্ফু জারি করা ও সেনা নামানো উচিত। এনিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখব। অন্যদিকে দিল্লির পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠক করেন কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধী। মানুষের মনে ঘৃণা এবং আতঙ্ক ছড়ানোয় সেখানে বিজেপি’‌র কেন্দ্রীয় নেতৃত্বকে একহাত নেন তিনি। প্রশ্ন তোলেন, মৃতের সংখ্যা ২৩ ছুঁলেও কেন্দ্রীয় নেতৃত্ব কেন চুপ? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফার দাবিও তোলেন সোনিয়া। তার পরই টুইটারে নীরবতা ভাঙেন মোদী।