টানা দুই মাস ধরে লকডাউনের জেরে ঘরবন্দি সময় কাটাচ্ছেন সালমান খান। তিনি পানভেলের ফার্মহাউসে রয়েছেন। সেখানে বন্ধু-বান্ধব, প্রিয় পোষ্যরা ঘিরে থাকলেও মা-বাবা নেই। ফলে কিছুতেই মন ভালো নেই সালমানের। অবশেষে মুম্বাই প্রশাসনের বিশেষ অনুমতি নিয়েই সালমান খান পাড়ি দিলেন গ্যালাক্সির উদ্দেশে।
মঙ্গলবার নিজের ফার্মহাউস পানভেল থেকে মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বাবা-মায়ের সঙ্গে করেন এই অভিনেতা।
ভারতীয় গণমাধ্যমের খবর, তিনি ঘণ্টা খানেক সময় কাটান বাবা-মায়ের সঙ্গে। সাক্ষাৎতের সময়ে সামাজিক দূরত্বও বজায় রেখেছেন সালমান। সাক্ষাৎ শেষে রাতের অন্ধকারে ফার্ম হাউসে ফিরে যান সালমান।