অফিসে সবার সঙ্গে বন্ধুত্ব হয়না। অনেক সহকর্মীর মধ্যে একজন বা দুজন হয় ঘনিষ্ট। তবে যাদের সঙ্গে দিনের বেশিরভাগ সময়টা কাটাচ্ছেন, তাদের সঙ্গে সুসম্পর্ক থাকাটাই ভালো। তবে অফিসে কোনও সহকর্মীর সঙ্গে অতিরিক্ত বন্ধুত্ব আবার সৃষ্টি করতে পারে নানা জটিলতা। তাই চলুন জেনে নেওয়া যাক অফিসে বন্ধুত্ব করার সহজ কিছু টিপস।
১। মনে রাখবেন অফিসে সবকিছুর আগে কাজ করাটাই গুরুত্বপূর্ণ। তারপর বন্ধুত্ব। বন্ধুত্বের জন্য যেন কাজে গাফিলতি না হয় সেদিকে খেয়াল রাখবেন।
২। অন্যের মন্তব্য শুনে বন্ধুত্বে ছেদ টানবেন না। আপনার এবং আপনার বন্ধুর মধ্যে যে পারস্পারিক নির্ভরতা রয়েছে তা নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখুন।
৩। জন্মদিন বা অন্য কোনও বিশেষ দিনে বন্ধুকে উপহার দিতে চাইলে তা অফিসে সবার সামনে না দেওয়ার চেষ্টা করুন।
৪। একজন সহকর্মীর সঙ্গে ভালো আছে বলেই তাকে সবসময় আঁকড়ে থাকবেন না। তাকেও অন্যদের সঙ্গে মেশার সুযোগ দিন। নিজেও মন খুলে অন্যদের সঙ্গে মিশুন।
৫। সাধারণত সব অফিসেই বিভিন্ন সমালোচনা হয়। তাই সব কথায় কান দেবেন না। অন্যরা আপনাদের বন্ধুত্ব নিয়ে কথা বললে হেসে এড়িয়ে যান। এসব মন্তব্য যেন আপনাদের বন্ধুত্বে প্রভাব না পড়ে তা খেয়াল রাখুন।