চীনে মহামারি আকার নিয়েছে করোনাভাইরাস। এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে তিন শতাধিক। চীন থেকে এখনও পর্যন্ত ৩১৪জন বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে সরকার। এই অবস্থায় চীনা নাগরিকদের আপাতত অন–অ্যারাইভাল ভিসা স্থগিত করেছে বাংলাদেশ।
মঙ্গলবার চারদিনের সফরে ইতালির রাজধানী রোমের উদ্দেশ্যে রওনা হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। রবিবার দুপুরে বিদেশমন্ত্রকে ডাকা সাংবাদিক বৈঠকে এই তথ্য জানান বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বাংলাদেশে কর্মরত চীনা নাগরিকেরা আগামী একমাস নিজ দেশে না যেতেও পরামর্শ দিয়েছেন ড. মোমেন। করোনাভাইরাস রুখতে দেশের তিনটি সমুদ্র বন্দর এবং বেনাপোল স্থল বন্দরে জারি করা হয়েছে সতর্কতা। যারা চীন থেকে অন অ্যারাইভাল ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তারপরও যদি তারা আসতে চান তাহলে ভিসা নিয়ে আসতে হবে। ভিসা ফর্মের সঙ্গে একটি মেডিক্যাল সার্টিফিকেটও দিতে হবে।
করোনাভাইরাস রুখতে সতর্ককতা জারি করেছে চট্টগ্রাম, মোংলা, পায়রা ও স্থলবন্দর কর্তৃপক্ষ। নৌপরিবহন মন্ত্রক জানিয়েছেন, বর্তমানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় বাংলাদেশের তিনটি সমুদ্র বন্দরে সতর্ককতামূলক ব্যবস্থা নিয়েছে। সেই প্রেক্ষিতে চট্টগ্রাম, মোংলা, পায়রা বন্দর এবং বেনাপোল স্থলবন্দর–সহ অন্যান্য স্থল বন্দরগুলো সতর্ককতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে থার্মাল ও কোয়ারেন্টাইন টেস্টের ব্যবস্থা রাখা হয়েছে।
