Prime Minister Shekh Hassina announced economic package for Bangladesh to protect financial crisis in this Corona situation.
বাংলাদেশ

অন্য দেশকে সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রীর

করোনার সঙ্গে লড়াই করা এবং সংক্রমণ প্রতিরোধে অন্য দেশকেও সহায়তা করতে বাংলাদেশ প্রস্তুত বলেও জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যেই গোটা বাংলাদেশে করোনা রুখে দিতে সক্ষম হয়েছে শেখ হাসিনা প্রশাসন। তাই এবার অন্য দেশকে সাহায্য করার কথা বললেন তিনি। বাংলাদেশে এখন করোনা নিয়ন্ত্রণে নিয়ে আসা গিয়েছে বলে খবর।
গণভবনে সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘‌খাদ্যে কোনও সমস্যা হবে না। আমাদের প্রয়োজন চালিয়ে নিতে পারব। আমরা অনেককে সহযোগিতাও করতে পারব। যে সব বন্ধু দেশ সহযোগিতা–সাহায্য চেয়েছে আমরা তাদের সহযোগিতা করতে পারব। মানবিক কারণেই আমরা সেটা করব। নিজের দেশই নয়, অন্যদেরও যদি কোনও প্রয়োজন হয় আমরা পাশে থাকব।’‌
এরপরই তিনি বাঙালিদের সাহস জোগান। আত্মবিশ্বাস রাখার আবেদন করে প্রধানমন্ত্রী বলেন, ‘‌বাঙালি কখনও হারেনি, আমরা কখনও হারব না। এই আত্মবিশ্বাস সবাইকে রাখতে হবে। নিজেকে এবং অন্যকেও সুরক্ষিত রাখতে হবে। আমাদের একটা দায়িত্ববোধ আছে। সেই দায়িত্ববোধ নিয়ে চললে আমরা এই অবস্থা থেকে উত্তীর্ণ হতে পারব।’‌