বিনোদন

অনুশকা সঙ্গে থাকলে অভিনয়ে রাজি বিরাট

স্ত্রী অনুশকা শর্মা তার সঙ্গে অভিনয় করতে রাজি হলে, নিজের বায়োপিকে অভিনয় করতে রাজি বিরাট কোহলি। ইনস্টাগ্রাম লাইভ চ্যাটে সুনীল ছেত্রীর প্রশ্নে এমন কথা জানান বিরাট। লাইভ চ্যাটে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ভারতের জাতীয় ক্রিকেট ও ফুটবল দলের দুই অধিনায়ক।

কোহলি জানান, প্রত্যেকের মধ্যেই অন্য একটি চরিত্র থাকে। কিন্তু তার মধ্যে থেকে সেই চরিত্র বের করে আনার জন্য বিশেষ কেউ জীবনে আসেন। আমার জীবনে সেই পরিবর্তন এনেছে অনুশকা। ওর কাছে কোনও গোপনীয়তা রাখার প্রয়োজন পড়ে না। সব কথা বন্ধুর মতো ভাগ করে নেয়া যায়।

কোহলি বলেন, ‘অনুশকার সঙ্গে দেখা হওয়ার আগে আমি শুধু নিজেকে নিয়ে চিন্তা করতাম। কিন্তু ও জীবনে আসার পর থেকে অনেক কিছু বদলে গেছে।’