দেশ

অনির্দিষ্টকালের জন্য স্থগিত ফাঁসি

নির্ভয়া গণধর্ষণকাণ্ডে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল ফাঁসি। দ্বিতীয়বারের জন্য পিছিয়ে গেল ফাঁসি। বিহারের তিহাড় জেলে শনিবার হচ্ছে না চার অভিযুক্তের ফাঁসি। দিল্লি কোর্টের নির্দেশে আপাতত স্থগিত নির্ভয়ার চার অপরাধীর ফাঁসি। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ফাঁসি হবে না বলেই জানিয়েছে আদালত।
বৃহস্পতিবার আদালতে ওই ফাঁসি স্থগিত রাখার আর্জি জানানো হয়েছিল। অপরাধীদের আইনজীবীর যুক্তি ছিল, ফাঁসির সাজাপ্রাপ্ত বিনয় শর্মার প্রাণভিক্ষার আবেদন নিয়ে রাষ্ট্রপতি এখনও কোনও সিদ্ধান্ত নেননি। অক্ষয় কুমার সিং ও পবন গুপ্তও তাদের সামনে আইনত যে সব সুযোগ রয়েছে, তা খতিয়ে দেখতে ইচ্ছুক। এই আর্জি শোনার পরে দিল্লির অতিরিক্ত দায়রা বিচারক অজয় কুমার জৈন তিহাড় জেলের সুপারের কাছে সাজাপ্রাপ্তদের বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠান। শুক্রবারই ফের আদালতের দ্বারস্থ হয়েছিল নির্ভয়া কাণ্ডের অপরাধী। শুক্রবার সুপ্রিম কোর্টে আবেদন করেছিল নির্ভয়ার মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজনের অন্যতম পবন গুপ্তা। নির্ভয়ার ওপর নির্মম অত্যাচার চালিয়ে গণধর্ষণের সময় সে নাবালক ছিল বলে দাবি করেছে পবন।
আদালত পুনরায় কোনও রায় দেওয়া না পর্যন্ত স্থগিত ফাঁসি। আজ নতুন করে ফাঁসির কোনও দিনক্ষণ ঘোষণা করেনি আদালত। শনিবার সকাল ৬টায় নির্ভয়া গণধর্ষণকাণ্ডে ফাঁসি হওয়ার কথা ছিল চার অভিযুক্তের। উল্লেখ্য, ২০১২ সালের ২৩ ডিসেম্বর দিল্লির রাস্তায় চলন্ত বাসে প্যারামেডিক্যালের এক ছাত্রীকে অত্যাচার করে গণধর্ষণ করা হয়। ছয় জনের মধ্যে একজন নাবালক হওয়ায় তিন বছর হোমে থেকে মুক্তি পেয়ে যায়। আরও একজন রাম সিং তিহাড় জেলেই আত্মহত্যা করে। বাকি চারজনের শনিবার সকাল ৬টা ফাঁসি হওয়ার কথা ছিল। গোটা দেশ তারই অপেক্ষায় ছিল। কিন্তু সেই ফাঁসি আপাতত স্থগিত হয়ে গেল।