বিনোদন

অঞ্জলি দেয়ায় বিতর্কিত নুসরাত

অভিনেত্রী এবং সাংসদ নুসরাত জাহান মহাঅষ্টমীতে স্বামীর সঙ্গে পুজোমণ্ডপে গিয়ে অঞ্জলি দেন। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অনেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তবে হুমকিও পেয়েছেন তিনি। নুসরাতের পুজোয় অংশ নেয়া, ঢাক বাজানো ও নাচের ভিডিও দেখে ব্যাপারটা যতটা উৎসবমুখর মনে হচ্ছিল, পরিণতি মোটেও তেমনটা থাকেনি। সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে এ নিয়ে পক্ষে-বিপক্ষে তুমুল বিতর্ক চলছে।

দারুল উলুম দেওবন্দের একজন পণ্ডিত মুফতি আসাদ কাশেমী বলেন, এটা নতুন কিছু নয়। তিনি হিন্দু দেবতাকে পূজা দিচ্ছেন, যদিও ইসলামের অনুসারীদের প্রতি নির্দেশ রয়েছে একমাত্র আল্লাহ ছাড়া আর কারো উপাসনা না করার। তিনি যা করেছেন তা হারাম। নুসরাত তার ধর্মের বাইরে বিয়ে করেছেন। তার নাম ও ধর্ম পরিবর্তন করা উচিত। যিনি মুসলিম নাম রেখে ইসলামের অমর্যাদা করেন এমন মানুষ ইসলামের প্রয়োজন নেই। তবে এসব মন্তব্যে নুসরাত একেবারেই উদাসীন। তার বক্তব্য, জন্মসূত্রে তিনি মুসলমান এবং তার স্বামী হিন্দু হওয়ায় উভয় ধর্মের প্রতিই তিনি শ্রদ্ধাশীল। আর ধর্মবিশ্বাস নিতান্তই তার ব্যক্তিগত ব্যাপার বলে মনে করেন তিনি।

রোববার মহাঅষ্টমীতে শাড়ি ও সিঁদুর পরে নুসরাত তার স্বামীর সঙ্গে কলকাতার সুরুচি সংঘের পুজো মণ্ডপে গিয়ে পুজো দেন। তিনি চোখ বন্ধ রেখে হাতজোড় করে অঞ্জলির মন্ত্রপাঠ ও প্রার্থনা করেন। এরপর তিনি স্বামীর সঙ্গে ঢাক বাজান এবং নাচেনও। সেই ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।