পশ্চিম মেদিনীপুরে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। দাসপুরে আগুনে পুড়ে মৃত্যু হল দুই শিশু কন্যার। একজন শিশুর বয়স পাঁচ। আর একজনের বয়স মাত্র তিন বছর। শনিবার বেশি রাতে এই ঘটনাটি ঘটে দাসপুর থানার মাগুরিয়া গ্রামে। কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখায় সব পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সূত্রে খবর, দিনমজুর তরুণবাবু তাঁর স্ত্রী ও দুই কন্যা সন্তানের নিয়ে খড়ের চালা ঘরে বাস করতেন। গভীর রাতে তরুণবাবু ও তাঁর স্ত্রী ও দুই মেয়েকে বাড়িতে রেখে বাড়ির বাইরে কাজে ছিলেন। তখনই কোনওভাবে কেরোসিনের লম্ফের আগুন লেগে যায় বাড়িতে। সেই আগুনই দ্রুত ছড়িয়ে পড়ে। বাড়ির মধ্যেই ছিল দুই শিশুকন্যা। অন্যরা কেউ ছিল না থকন। আগুনে ওই দুই শিশু বাড়ির মধ্যেই আটকে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।
পুলিশ সূত্রে খবর, মর্মান্তিক এই দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দেহ দুটি ময়নাতদন্তে নিয়ে যাওয়া হয়েছে। এমনকী ঘটনাটি নিয়ে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।
