আশঙ্কাটাই সত্যি হতে চলেছে। উঠছে না লকডাউন সম্ভবত। আগামী ১৪ এপ্রিলের পর উঠছে না দেশজোড়া লকডাউন। শনিবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেও লকডাউন এখনই তোলা সম্ভব নয় বলে জানালেন প্রধানমন্ত্রী। সর্বদল বৈঠকে এই কথা জানিয়ে প্রধানমন্ত্রী জানান, পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে আগামী ১৪ এপ্রিল লকডাউন শেষ করা সম্ভব হবে না।
মনে করা হয়েছিল যে, আগামী শনিবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করে লকডাউন তোলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। অথচ বুধবার সর্বদলীয় বৈঠকেই নরেন্দ্র মোদী জানিয়ে দিলেন, ‘বর্তমান পরিস্থিতিতে লকডাউন তুলে নেওয়া সম্ভব নয়।’ তিনি আরও জানান, করোনাভাইরাসের আগে ও পরে জীবন একরকম থাকবে না। এবার থেকে প্রায় সবার জীবনেই করোনা পূর্ববর্তী এবং পরবর্তী অধ্যায় পৃথকভাবে চিহ্নিত হবে। এক বিশাল সামাজিক, ব্যক্তিগত এবং আচরণমূলক পরিবর্তন আসতে চলেছে।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল করোনাভাইরাস রুখতে সারা দেশে লকডাউন জারি করা হয়। মেয়াদ শেষ হওয়ার কথা আগামী ১৪ এপ্রিল। এদিনের সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী জানান, লকডাউন প্রত্যাহারের বিষয়টি সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনার মাধ্যমেই স্থির করা হবে। তবে আপাতত যা পরিস্থিতি তাতে মনে হয় না এখনই লকডাউন প্রত্যাহার করা সম্ভব।